প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি প্রাথমিক বিজ্ঞান - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি প্রাথমিক বিজ্ঞান



প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বিজ্ঞান থেকে যোগ্যতাভিত্তিক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো।

অধ্যায়: ৭

প্রশ্ন : মনে কর ফাহিম ষষ্ঠ শ্রেণিতে পড়ছে। এ বয়সে তার মধ্যে কী ধরনের পরিবতর্ন লক্ষ্য করা যাবে? ৫টি বাক্যে লেখ।

উত্তর : ছেলেদের ক্ষেত্রে বয়ঃসন্ধিকাল শুরুর বয়স ১০ থেকে ১৫ বছর। ফাহিম যেহেতু ষষ্ঠ শ্রেণিতে পড়ছে সে ক্ষেত্রে বয়স অনুযায়ী তারও বয়ঃসন্ধিকাল চলছে। ফাহিমের মধ্যে বয়ঃসন্ধিকালীন নিচের পরিবতর্নগুলো লক্ষ্য করা যাবেÑ

১. দ্রæত লম্বা হওয়া।

২. ওজন বৃদ্ধি পাওয়া।

৩. গলার স্বর পরিবতর্ন হওয়া।

৪. নিজের মতামত প্রকাশ করার চেষ্টা করা।

৫. আচরণ পরিবতর্ন করা ইত্যাদি।

প্রশ্ন : কিভাবে সংক্রামক রোগ প্রতিরোধ করবে?

উত্তর : সংক্রামক রোগগুলো একজন থেকে অন্যজনে ছড়ায়। তাই এ রোগ প্রতিরোধে নিচের কাজগুলো করবÑ

১. সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকব।

২. নিয়মিত দঁাত মাজব, নখ কাটব, হাত ধোব ও গোসল করব।

৩. জামা-কাপড়, বালিশ, বিছানা, চাদর সব সময় পরিষ্কার রাখব।

৪. যেখানে সেখানে কফ, থুতু ফেলব না।

৫. হঁাচি-কাশি হলে মুখে হাত বা রুমাল দিয়ে ঢেকে নেব।

প্রশ্ন : ডেঙ্গু প্রতিরোধে কী কী করবে?

উত্তর : ডেঙ্গু প্রতিরোধে নিচের ব্যবস্থাগুলো গ্রহণ করতে হবেÑ

১. এডিস মশার কামড়ে ডেঙ্গু হয়। তাই ডেঙ্গু প্রতিরোধ করতে হলে এডিস মশার আবাসস্থল ধ্বংস করতে হবে। যেমনÑ কোনো ভাঙা দ্রব্যাদি, ফুলের টব, টায়ার, ডাব-নারকেলের খোসা ইত্যাদিতে পানি জমতে দেয়া যাবে না।

২. এডিস মশা সাধারণত সকাল ও সন্ধ্যার আগে কামড়ায়। তাই সতকর্ থাকতে হবে যেন এ সময় এডিস মশা কামড়াতে না পারে।

৩. ঘুমানোর আগে মশারি টানাতে হবে।

প্রশ্ন : সোয়াইন ফ্লু সম্পকের্ কিভাবে তুমি তোমার এলাকায় সচেতনতা সৃষ্টি করবে, তার দুটি উপায় লেখ।

উত্তর : সোয়াইন ফ্লু সম্পকের্ আমার এলাকায় সচেতনতা সৃষ্টির জন্য আমি নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণ করবÑ

১. সোয়াইন ফ্লুর কারণ, লক্ষণ ও প্রতিরোধে করণীয় উল্লেখ করে পোস্টার তৈরি করে এলাকায় সবর্ত্র টানিয়ে দেব।

২. ব্যক্তিগতভাবে সবার সঙ্গে আলাপ করে এ রোগের কারণ, লক্ষণ ও ভয়াবহতা জানাব?

প্রশ্ন : সংক্রামক রোগ কী? সংক্রামক রোগ কিভাবে প্রতিরোধ করা যায়, তা উল্লেখ কর।

উত্তর : যেসব রোগ একজন থেকে অন্যজনে ছড়ায়, সেসব রোগকে সংক্রামক রোগ বলে। যেমনÑ সদির্জ্বর, সোয়াইন ফ্লু, বসন্ত, হাম, পঁাচড়া, চুলকানি ইত্যাদি।

নিম্নলিখিত উপায়ে সংক্রামক রোগ প্রতিরোধ করা যাবেÑ

কোন মন্তব্য নেই