সিরিয়ায় ভূমি মাইন বিস্ফোরণ: নিহত ২৪ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সিরিয়ায় ভূমি মাইন বিস্ফোরণ: নিহত ২৪



সিরিয়ার পশ্চিম-মধ্যাঞ্চলীয় হামা প্রদেশে ভূমি মাইন বিস্ফোরণে অন্তত ২৪ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। হামা থেকে উচ্ছেদ হওয়া তাকফিরি উগ্র দায়েশ সন্ত্রাসীরা এসব মাইন পেতে রেখেছিল।

সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, আজ (রোববার) শ্রমিক বহনকারী একটি গাড়ি সন্ত্রাসীদের পেতে রাখা মাইন চাপা দিলে তা বিস্ফোরিত হয় এবং শ্রমিকরা হতাহত হয়। চলতি মাসের গোড়ার দিকে হামা প্রদেশের সালামিয়া এলাকায় একইভাবে ভূমি মাইন বিস্ফোরণে সাত বেসামরিক ব্যক্তি নিহত হয়েছিল।

২০১১ সালে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীরা সিরিয়ায় সহিংসতা শুরু করে। তারপর থেকে রাশিয়ার বিমান বাহিনী এবং ইরানি সামরিক উপদেষ্টাদের সহযোগিতা সিরিয়ার সেনাবাহিনী সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে। এরইমধ্যে সিরিয়ার সেনারা দেশের বেশিরভাগ এলাকা সরকারের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।   



তবে সন্ত্রাসীরা তাদের দখল করা এলাকা ছেড়ে যাওয়ার সময় মাইন ও বোমা পেতে রেখে যাচ্ছে। এসব বোমা বিশেষ করে বেসামরিক লোকজনের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে।-পার্সটুডে

কোন মন্তব্য নেই