ডাকসু ভিপি নুরুলকে অভিনন্দন জানালেন ছাত্রলীগ সভাপতি শোভন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ডাকসু ভিপি নুরুলকে অভিনন্দন জানালেন ছাত্রলীগ সভাপতি শোভন



ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)’র নব নির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরকে শুভেচ্ছা ও অভিন্দন জানিয়েছেন ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক শোভন।

দুপুরে টিএসসিতে গিয়ে নুরুলকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন: ভিপি কোনো সংগঠনের নয় পুরো বিশ্ববিদ্যালয়ের, সবার হয়েই কাজ করবে নুরুল হক। এসময় ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

এর আগে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে দেওয়া বক্তব্যে রেজওয়ানুল হক শোভন বলেন: ডাকসুতে আমরা একসঙ্গে কাজ করবো, নুরুল হক নুর আমাদের সঙ্গে কাজ করবে।

এসময় তিনি কর্মীদের অবস্থান প্রত্যাহারের নির্দেশও দেন।

তার কিছুক্ষণ আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)’র নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের ওপর ক্যাম্পাসে সংবাদ সম্মেলনের মাঝে হামলার ঘটনা ঘটে। হামলা থেকে উদ্ধার পেয়েই ভিপি পদ বাদে অন্য পদে পুনঃনির্বাচন চান তিনি।


কোন মন্তব্য নেই