বর্তমান বিশ্বের প্রবীণতম জীবিত নারী - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বর্তমান বিশ্বের প্রবীণতম জীবিত নারী



র্তমান বিশ্বের প্রবীণতম জীবিত নারী হিসেবে স্বীকৃতি পেয়েছেন জাপানি নারী কেন তানাকা। বর্তমানে ১১৬ বছরের কিছুটা বেশি বয়সী এ নারীকে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের পক্ষ থেকে সরকারি ভাবে এ কথা নিশ্চিত করা হয়েছে।

আট ভাইবোনের মধ্যে বাবা-মায়ের সপ্তম সন্তান কেন তানাকা। ১৯০৩ সালের ২ জানুয়ারি তার জন্ম।

১৯২২ সালে হাদি তানাকার সাথে বিয়ে হয় তার। নিজের চার সন্তান ছাড়াও আরো এক সন্তানকে দত্তক নিয়েছেন তিনি। পাঁচ সন্তানের এই জননী আজো নিজের কাজ নিজেই করেন।

তিনি খেলতে পছন্দ করেন বোর্ড খেলা ওথেলো। বাস করেন দক্ষিণ-পশ্চিম জাপানের ফুকুওকায়।

কোনো ধরনের আলসেমি না করে শীত-গ্রীষ্ম-বর্ষা সব সময়ই ঘড়ি ধরে ভোর ৬টায় উঠে পড়েন তিনি। নিজের কাজ সেরে অবসরে চলে গণিতের চর্চা।

এর আগে জীবিত সবচেয়ে বয়স্ক ব্যক্তির রেকর্ডও ছিল এক জাপানি নারীর। চিও মিয়াকো নামে ওই নারীর মৃত্যু হয় ১১৭ বছর বয়সে, ২০১৮ সালের জুলাইয়ে।

মিয়াকোর আগের সবচেয়ে বয়স্ক ব্যক্তির রেকর্ডও ছিল আরেক জাপানির।


কোন মন্তব্য নেই