মিজোরামেও নিষিদ্ধ মদ
বিহারের পর দেশের দ্বিতীয় রাজ্য হিসেবে মিজোরামে ১ এপ্রিল থেকে ফের মদ নিষিদ্ধ হতে চলেছে। পাহাড়ি এই রাজ্যের বিধানসভায় সর্বসম্মত ভাবে 'মিজোরাম মদ নিষিদ্ধ বিল ২০১৯' পাস হয়েছে।
আইন অনুযায়ী, মদ খাওয়া, মদ বিক্রি এবং মদ তৈরি- সবকিছুই আইনি ভাবে নিষিদ্ধ হয়েছে। আইন ভাঙে কেনাবেচা করলে, সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে। সেইসঙ্গে মোটা আর্থিক জরিমানাও। আর কাজের দিনে মদ খেয়ে ধরা পড়লে বা গন্ডগোল পাকানোর চেষ্টা হলে ৬ থেকে ২৪ মাস পর্যন্ত কারাবাসের কথা বলা হয়েছে। অপরাধের ধরন অনুযায়ী শাস্তির মেয়াদ ঠিক হবে। একই অপরাধের পুনরাবৃত্তি ঘটালে শাস্তিও দ্বিগুণ হবে।
২০১৮ বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের শাসকদল মিজোরাম ন্যাশনাল ফ্রন্ট (MNF) প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় এলে মিজোরামকে 'ড্রাই স্টেট' ঘোষণা করা হবে। মদ নিষিদ্ধ করে নির্বাচনী সেই প্রতিশ্রুতি রক্ষা করল শাসকদল। মিজোরামে এর আগে ১৯৯৭ সালেও একবার মদে নিষেধাজ্ঞা আরোপ হয়েছিল। ২০১৫ সাল পর্যন্ত সেই নিষেধাজ্ঞা জারি ছিল। কংগ্রেস ক্ষমতায় এসে ২০১৫ সালে আইন সংস্কার করে মদের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছিল। কংগ্রেসের বক্তব্য ছিল, মদে নিষেধাজ্ঞা উঠলে সরকারের রাজস্ব বাড়বে। সেইসঙ্গে বিষমদে প্রাণহানিও কমবে। -এই সময় ডিজিটাল
কোন মন্তব্য নেই