হাসান আজিজুল হক ও গোলাম আরিফ টিপুকে সংবর্ধনা
রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা একুশে ও স্বাধীনতা পদকে ভূষিত হওয়ায় রাজশাহীতে ভাষাসৈনিক গোলাম আরিফ টিপু ও উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে সংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার দুপুরে নগর ভবনের গ্রিনপ্লাজায় আয়োজিত ১০ দিনব্যাপী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব উদ্বোধনী অনুষ্ঠানে তাদের সংবর্ধিত করা হয়। রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব উদযাপন পরিষদ এ উৎসবের আয়োজন করে।
সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক ভাষাসৈনিক আবুল হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- রাজশাহী সদর আসনে সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আব্দুল খালেক, মহানগর পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহীনা আক্তার রেণী প্রমুখ।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন ঘোষণার পর জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ কথাসাহিত্যিক হাসান আজিজুল হক ও যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি ভাষাসৈনিক গোলাম আরিফ টিপুকে সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়।
এ বছরের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকায় রয়েছেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও কথা সাহিত্যিক প্রফেসর হাসান আজিজুল হক করেছে সরকার। এর আগে তিনি ১১৯৯ সালে একুশে পদকে ভূষিত হন। আর যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের প্রধান কৌসুলি ভাষাসৈনিক গোলাম আরিফ টিপু এ বছর একুশে পদকে ভূষিত হয়েছেন।

কোন মন্তব্য নেই