নিহত বাংলাদেশি সামাদ ছিলেন নিউজিল্যান্ডের সেই মসজিদের মুয়াজ্জিন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

নিহত বাংলাদেশি সামাদ ছিলেন নিউজিল্যান্ডের সেই মসজিদের মুয়াজ্জিন


নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে বন্দুকধারীর হামলায় অন্তত তিনজন বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের মধ্যে নিহত ড. আব্দুস সামাদ ‘মসজিদে নুর’ নামে একটি মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্বপালন করছিলেন।



জানা গেছে, ড. আব্দুস সামাদ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মধুরহাইল্যা গ্রামের জামাল উদ্দিন সরকারের ছেলে। তার পরিবার বলছে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে সেখানেই কৃষিতত্ত্ব বিভাগের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন সামাদ। ডক্টরেট ডিগ্রি লাভ করেন  নিউজিল্যান্ড থেকে। পরবর্তী সময়ে কৃষিতত্ত্ব বিভাগের প্রধান হিসেবে দায়িত্বপালন করেন।

এর পর ২০১৩ সালে এসে চাকরি ছেড়ে দিয়ে নাগরিকত্ব নিয়ে স্ত্রী ও তিন ছেলেসহ স্থায়ীভাবে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরে বসবাস শুরু করেন। সেখানকার ‘মসজিদে নুর’ এ মুয়াজ্জিন হিসেবে দায়িত্বপালন করেন।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দু'টি মসজিদে জুমার নামাজের সময় হামলা চালায় বন্দুকধারী। এতে নিহত হয়েছেন ৪৯ জন। সে দেশের সাউথ আইল্যান্ডে আল নূর মসজিদে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে অন্তত ৫০টি গুলি চালানো হয়েছে।


কোন মন্তব্য নেই