৩ দিনের সফরে পাকিস্তান যাচ্ছেন মাহাথির - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

৩ দিনের সফরে পাকিস্তান যাচ্ছেন মাহাথির


তিন দিনের সফরে আজ পাকিস্তান যাওয়ার কথা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদের। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এ বিষয়ে নিশ্চিত করে জানায়, ২১ থেকে ২৩ শে মার্চ পর্যন্ত তিন দিনের সফরে যাচ্ছেন মাহাথির। আগামী ২৩ শে মার্চ পাকিস্তান দিবসের কুচকাওয়াজে তিনি হবেন গেস্ট অব অনার। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের আমন্ত্রণে তিনি এই সফরে যাচ্ছেন। তার সঙ্গে শীর্ষস্থানীয় ব্যবসায়ী সহ উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলও যাওয়ার কথা রয়েছে। 

পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভি ও প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে তার মুখোমুখি বৈঠক হওয়ার কথা রয়েছে। এ ছাড়া শিল্প প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে একটি গোলটেবিল বৈঠকেও দুই প্রধানমন্ত্রীর বক্তব্য রাখার কথা রয়েছে। পাকিস্তান আশা করছে সেখানকার অটোমোবাইল ও টেলিযোগাযোগ খাতে বিনিয়োগ করবে মালয়েশিয়া। 

কোন মন্তব্য নেই