প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন গ্রেনেড হামলায় আহতসহ ১০ পরিবার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন গ্রেনেড হামলায় আহতসহ ১০ পরিবার


চিকিৎসা ও জীবিকা নির্বাহের খরচ মেটাতে দশ পরিবারকে দুই কোটি টাকার আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকালে নিজের কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব পরিবারের সদস্যদের হাতে দুই কোটি সাত লাখ টাকার চেক হস্তান্তর করেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের স্পিচ রাইটার (সচিব) মো. নজরুল ইসলাম জানিয়েছেন। তিনি বলেন, সহায়তা পাওয়া দশ পরিবারের মধ্যে মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতা, ২১ অগাস্ট গ্রেনেড হামলায় আহতদের পরিবারের সদস্যরা রয়েছেন। 

কোন মন্তব্য নেই