কি এই ট্রাশট্যাগ চ্যালেঞ্জ? - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

কি এই ট্রাশট্যাগ চ্যালেঞ্জ?

কি এই ট্রাশট্যাগ চ্যালেঞ্জ?

ট্র্যাশট্যাগ চ্যালেঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারীরা প্রথমে এমন একটা জায়গা নির্বাচন করেন যেখানে অনেক ময়লা আবর্জনা রয়েছে। এরপর সেই আবর্জনাপূর্ণ জায়গাটার একটা ছবি তুলতে হবে। তারপরে পুরো জায়গাটা পরিস্কার করে সব আবর্জনা করতে হবে বস্তাবন্দি। সেই বস্তাবন্দি আবর্জনাসহ জায়গাটার আরেকটা ছবি তুলতে হবে। এরপর অনেকটা 'আগের দৃশ্য বনাম পরের দৃশ্য'র মতো ছবি দুটো জোড়া দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘#Trashtag’  অর্থাৎ হ্যাশট্যাগে প্রকাশিত করলেই হয়ে যাবে চ্যালেঞ্জে অংশগ্রহণ। সেইসাথে অন্য একজন বন্ধুকে ট্যাগ করে একই কাজ করার জন্য চ্যালেঞ্জ জানিয়ে উৎসাহিত করতে হবে। আর এভাবেই ধারাবাহিক ভাবে চলতে থাকবে এই অভিনব চ্যালেঞ্জের ট্রেন্ড।

বিভিন্ন দেশে  ট্রাশট্যাগ চ্যালেঞ্জ

Usually I’m against doing good deeds just to post it online but in the case of i am 100% for it, if that’s what it takes.
Good people are good.
111 people are talking about this

কোন মন্তব্য নেই