রাশিফল: শুক্রবার, ২২মার্চ ২০১৯,৮ চৈত্র ১৪১৫, ১৪ রজব ১৪৪০
জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
সন্তানের কোনো বিষয়ে চিন্তিত হতে পারেন। নিজের মতামত যথাযথভাবে প্রকাশ করুন। অন্যথায় অধিকার বঞ্চিত হতে পারেন। শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহবোধ করতে পারেন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
মাতৃস্বাস্থ্য ভালো যেতে পারে। অসুস্থ মায়ের চিকিৎসার ব্যাপারে বিশেষ নজর দিন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। হঠাৎ অসুস্থবোধ করতে পারেন। উত্তেজনা পরিহার করতে পারলে ভালো করবেন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। শরীর ভালো যাবে না। গলা-সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন। আপনজনদের কারো সঙ্গে মতানৈক্য দেখা দিতে পারে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
আজ কাউকে কোনো ব্যাপারে প্রতিশ্রুতি দেওয়া ঠিক হবে না। পাওনা টাকা আদায়ে বিলম্বিত হতে পারে। মাথাব্যথায় ভুগতে পারেন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। মূল্যবোধ বজায় রাখুন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
দিনটি মোটামুটি শুভ সম্ভাবনাময়। শরীর ভালো থাকতে পারে। নিজেকে যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন। সে ক্ষেত্রে সফলতা পেতেও পারেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
শরীর খুব একটা ভালো যাবে না। পুরোনো কোনো জটিল রোগের পুনরাক্রমণ হতে পারে। অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন। ঋণগ্রস্ত হতে পারেন। অকারণ ব্যয় পরিহার করুন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। পেশাগত যোগাযোগ অব্যাহত রাখুন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
কোনো ধরনের সামাজিক কাজে অংশ নিতে পারেন। সে ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কর্মস্থলে কোনো সিনিয়র সহকর্মীর সহযোগিতায় উপকৃত হতে পারেন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
সামাজিক যোগাযোগ অব্যাহত রাখুন। সে ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। জীবনকে অর্থবহ করার চেষ্টা করুন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। বিনিয়োগের ব্যাপারে ঝুঁকি না নিলেই ভালো করবেন। শরীর ভালো নাও থাকতে পারে। অবহেলা না করে যথাযথ চিকিৎসা গ্রহণ করুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
জ্ঞাতি শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। জ্ঞাতি শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। বিবাদ এড়িয়ে চলুন। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতায় উপকৃত হতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
কোন মন্তব্য নেই