আইএস থেকে সম্পূর্ণ মুক্ত হয়েছে সিরিয়া! - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আইএস থেকে সম্পূর্ণ মুক্ত হয়েছে সিরিয়া!



সিরিয়া জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস  থেকে সম্পূর্ণ মুক্ত হয়েছে। এমনটাই দাবি করেছে হোয়াইট হাউস। এ বিষয় সাংবাদিকদের সামনে তথ্য-প্রমাণ উপস্থাপন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ফ্লোরিডায় সাংবাদিকদের সামনে আগের এবং বর্তমানের দুটি মানচিত্র তুলে ধরেন তিনি। 
মানচিত্র নিয়ে ছবি তোলার পর ডোনাল্ড ট্রাম্প মানচিত্র দুটি একজন সাংবাদিকের হাতে তুলে দেন। ডোনাল্ড ট্রাম্প বলেন, আপনারা যদি  দেখেন-এই হলো আইএস। গতরাত পর্যন্ত অবস্থা হলো এই। বর্তমানে আমাদের কাছে যা আছে তা হলো এটা। 
মানচিত্র দুটিতে দেখা গেছে, আগে সিরিয়াজুড়ে আইএসের আধিপত্য ছিল; কিন্তু এখন তা একেবারেই নেই।
সূত্র : ডেইলি মেইল, পলিটিকো 


কোন মন্তব্য নেই