বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ৯৯ পাউন্ড কেক কাটলেন এমপি আয়েন
রাজশাহীর মোহনপুর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়। উপজেলা আওয়ামীলীগ সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে ৯৯ পাউন্ডের কেক কেটে পালিত হয় বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী। প্রধান অতিথি থেকে কেককাটেন স্থানীয় সংসদ সদস্য আয়েন উদ্দিন।
এছাড়াও রোববার উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন নর্বনির্বাচিত চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আব্দুস সালাম পি.পি। সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মেহবুব হাসান রাসেল, সানজীদা রহমান রিক্তা, পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ, চেয়ারম্যান আল আমিন বিশ্বাস, খলিলুর রহমান, সহকারী অধ্যাপক আব্দুল মান্নান, প্রভাষক আমজাদ হোসেন, আশরাফ হোসেন, প্রভাষক রুবাইয়াত হোসেন উজ্জ্বল, , হযরত আলী, আব্দুস সবুর মাস্টার, ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক সাধারণ সম্পাদক মোরশেদ আলী, যুগ্ম সম্পাদক মেহেদি হাসান প্রমি, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

কোন মন্তব্য নেই