ইরানের সঙ্গে সম্পর্কের উন্নতি চায় জাপান - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইরানের সঙ্গে সম্পর্কের উন্নতি চায় জাপান

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্ক যখন যুদ্ধংদেহী তখন ইরানের সঙ্গে সম্পর্কের উন্নতি চাইছে জাপান। বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফের সঙ্গে সাক্ষাতে এমন প্রত্যয় ব্যক্ত করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। তিনি বলেছেন, পুরনো বন্ধু ইরানের সঙ্গে সম্পর্ক অব্যাহত রাখতে চায় জাপান। একই সঙ্গে এ সম্পর্কের উন্নতি চায় তার দেশ। জাপানের রাজধানী টোকিওতে এ দু’নেতার মধ্যে বৈঠক হয় বৃহস্পতিবার। এ সময় শিনজো আবে জানান, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার বিষয়ে তিনি অবহিত।

এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

২০১৫ সালে ইরানের সঙ্গে ঐতিহাসিক পারমাণবিক চুক্তি স্বাক্ষর করেছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। কিন্তু প্রায় এক বছর আগে ওই চুক্তি প্রত্যাহার করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি এরপর ইরানের বিরুদ্ধে অবরোধ পুনর্বহাল করেন। সেই থেকে দেশ দুটির মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।


কোন মন্তব্য নেই