চীনকে স্বনির্ভর হতে হবে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

চীনকে স্বনির্ভর হতে হবে




বিশ্ব বাজারে প্রতিদ্বন্দ্বিতা বজায় রাখতে চীনের টেক কোম্পানিগুলোকে স্বনির্ভরতা অর্জনের আহবান জানিয়েছেন টেনসেন্টের প্রতিষ্ঠাতা ও সিইও পনি মা।ইন্টারনেটভিত্তিক সেবা দাতা কোম্পানি টেনসেন্ট চীনের সবচেয়ে বড় প্রযুক্তি কোম্পানির একটি।টেনসেন্টের সিইও বলেন, প্রযুক্তিগত উন্নয়নের দিক দিয়ে চীন অনেক এগিয়ে আছে। তবে সবচেয়ে ভালো উদ্ভাবনগুলো বাইরের দেশ থেকে আনা হয়। ফলে সেগুলোর উন্নয়ন ঘটানোর সুযোগ কম। জেডইটি ও হুয়াওয়ের বিষয়টি জটিল হয়ে যাওয়ায় বাণিজ্য যুদ্ধটা প্রযুক্তি যুদ্ধে পরিণত হচ্ছে কিনা তা আমরা পর্যবেক্ষণ করছি।তিনি আরও বলেন, চীনের ডিজিটাল অর্থনীতি বালির উপরে তৈরি করা হয়েছে।

যদি আমরা গবেষণা বা জ্ঞান অর্জনের জন্য পরিশ্রম করা অব্যাহত না রাখি তবে এই ডিজিটাল অর্থনীতি ধসে যাবে।উদ্ভাবনের দিক দিয়ে চীন এগিয়ে থাকলেও তাদের বহু স্টার্টআপ বাইরের প্রযুক্তি যোগ করে পণ্য বা সেবা তৈরি করছে। এতোদিন চীন যুক্তরাষ্ট্রের পারস্পারিক বাণিজ্যের কারণে প্রযুক্তির আদান প্রদান সম্ভব হয়েছে। তবে ভবিষ্যতে এই সুবিধা থাকার সম্ভাবনা ক্ষীণ।

টেকক্রাঞ্চ অবলম্বনে


কোন মন্তব্য নেই