ভেঙে পড়ছে ধানমন্ডি লেকের গাছ, আতঙ্কিত ভ্রমণপিপাসুরা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ভেঙে পড়ছে ধানমন্ডি লেকের গাছ, আতঙ্কিত ভ্রমণপিপাসুরা





রাজধানী ঢাকার নাগরিক কোলাহলের ভেতরে অবস্থিত ধানমন্ডি লেক যেন এক মুঠো প্রকৃতির স্পন্দন। ধানমন্ডি এলাকায় অবস্থান বলেই লেকটি ধানমন্ডি লেক নামে পরিচিত হয়ে উঠেছে। সবুজ গাছ আর জলের অপূর্ব মিতালী ধানমন্ডি লেককে সব বয়সী মানুষের কাছে জনপ্রিয় করে তুলেছে। তাইতো প্রিয়জনকে নিয়ে হোক কিংবা প্রাণবন্ত আড্ডার ধানমন্ডি লেক মুখর থাকে দর্শনার্থীদের সরব পদচারনায়।


স্থানীয়রা বলছেন, লেকের পাড়ের গাছগুলোর নিছে মাটি সরে গেছে। দীর্ঘদিন ধরে এসব গাছের সঠিক পরিচর্যা না হওয়ার যে কোন সময় গাছগুলো রাস্তায় কিংবা ব্রিজের উপর ভেঙে পড়ছে। এতে বড় ধরণের বিপদের হতে পারে বলে মনে করছেন তারা।



এছাড়া প্রতিদিন শতশত মানুষ সূর্যোদয়ের আগ থেকে সূর্যাস্ত পর্যন্ত এই লেকে ঘুরতে আসেন। অনেকেই শরীর চর্চাও করতে আসেন। কিন্তু এভাবে যদি গাছ ভেঙে পড়ে তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে মনে করছেন অনেকেই।

প্রতিদিন শরীর চর্চা করতে আসা একজন বলছেন, আমিসহ অনেক মানুষ প্রতিদিন এই লেকে ব্যায়াম করতে আসি। ব্যায়াম করার জন্য ঢাকা শহরে এর থেকে ভালো যায়গা আর কোথায় পাবো? কিন্তু এভাবে যদি হঠাৎ গাছ ভেঙে পড়ে তাহলে আমরা কোথায় যাবো। মানুষের মনে আতঙ্ক ছড়িয়ে পড়লে লেগে আসা বন্ধ করে দিবে।



এদিকে ১১ মে ২০১৮ সালে ধানমন্ডি লেকের কৃষ্ণচূড়া গাছ ভেঙে পড়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান নামে এক কর্মকর্তার মৃত্যু হয়েছে।


কোন মন্তব্য নেই