পশুর জন্য মমতা বানভাসির - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

পশুর জন্য মমতা বানভাসির



বর্ষাকালের শুরুতেই চারদিক ভাসিয়ে দেশের নদ-নদী এক ভয়ঙ্কর রূপ নিয়েছে। প্রতিদিনই বাঁধ ভেঙ্গে নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে বানের পানিতে। প্রায় প্রতিটি নদীর পানিই বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এতে করে ডুবে যাচ্ছে ঘর-বাড়ি ও আবাদি জমি। ভেসে যাচ্ছে পুকুরের মাছ আর গবাদি পশু। না খেয়ে আর আশ্রয়ের অভাবে যেখানে দিন কাটছে বানভাসি মানুষদের, সেখানে কিছু ভিন্ন রূপও দেখা যায়। বন্যার পানি থেকে বাঁচাতে পরম মমতায় প্রিয় পশুটিকে পিঠে তুলে নেয়ার এমন দৃশ্যই বুঝি মানবিকতা।

কোন মন্তব্য নেই