রশিদ খান খেলছেন না! - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রশিদ খান খেলছেন না!



ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে খেলছেন না অধিনায়ক রশিদ খান! এমনই আভাস পাওয়া গেছে। তার বদলে খেলতে পারেন শারাফউদ্দিন আশরাফ।

বৃষ্টির কারণে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নির্ধারিত সময়ে শুরু হচ্ছে না। সন্ধ্যা সাড়ে ৬টায় খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে টস শুরু হতে দেরি হচ্ছে। ভেজা মাঠ খেলার উপযোগী করতে কাজ করছেন মাঠ কর্মীরা। কমতে পারে ম্যাচের নির্ধারিত ওভারও।
   
ত্রিদেশীয় টি-২০ সিরিজে প্রথমবারের মতো শিরোপা জয়ের হাতছানি বাংলাদেশের। এখন পর্যন্ত টি-২০'তে ৮টি টুর্নামেন্ট খেলেছে সাকিবের দল। ২ বার ফাইনাল খেললেও শিরোপা জেতা হয়নি। আজ (মঙ্গলবার) শিরোপা স্বাদ নিতে মাঠে নামছে সাকিববাহিনী। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ছয়টায় মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান।

লিগ পর্বের ম্যাচে আফগানদের কাছে হেরে যায় টাইগাররা। আর চট্টগ্রামে আফগান জুজু কাটানোর পাশাপাশি অপরাজিত ছিল সাকিবরা। ওই জয়ে লিগ পর্বের সেরা দল হয়ে তারা ফাইনাল নিশ্চিত করেছে। অন্যদিতে লিগ পর্বে টানা দুই ম্যাচ হেরে কিছুটা কোণঠাসা আফগানিস্তান। এতে মানসিকভাবে কিছুটা এগিয়ে থাকবে সাকিব-মুশফিকরা।

এদিকে বাংলাদেশের জন্য আশীর্বাদ হয়ে আসতে পারে রশিদ খানের ইনজুরি। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন রশিদ। অধিনায়ক রশিদ না খেললে টাইগারদের সুখবর!

দলপতি রশিদ খান অবশ্য জানিয়েছেন, ১০ ভাগ সুস্থ থাকলেও তিনি দেশের স্বার্থে মাঠে নামবেন। 

টি-২০'তে পরিসংখ্যানে এগিয়ে আফগানরা। এখন পর্যন্ত ৬ বার মুখোমুখি হয়েছে দু'দল। এরমধ্যে ৪ বার জয় পেয়েছে আফগানদের। ২ বার জিতেছে বাংলাদেশ।

কোন মন্তব্য নেই