পাকিস্তানে ভূমিকম্পে নিহত ৮ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

পাকিস্তানে ভূমিকম্পে নিহত ৮



ভারতের উত্তরাঞ্চল এবং পাকিস্তানের বেশ কয়েকটি শহরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে এ কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের কারণে রাস্তাঘাটসহ বিভিন্ন স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিকম্পে এখনও পর্যন্ত পাকিস্তানের উত্তর ও পূর্বাঞ্চলে আটজন মৃতের সংবাদ পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত শতাধিক মানুষ। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তান শাসিত কাশ্মীরের মনিপুর শহরের কাছে এ ভূমিকম্পের উৎস বলে জানিয়েছে বিবিসি।

স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে প্রধান একটি সড়কে বড় ধরনের ফাটল দেখা গেছে। কয়েকটি বাড়িও আংশিক ভেঙে পড়েছে।

দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজাদ কাশ্মীরসহ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও খাইবার পাখুতন-খাওয়া অঞ্চলেও ভূমিকম্প আঘাত হেনেছে। এ ভূমিকম্পের স্থায়িত্ব আট থেকে ১০ সেকেন্ড হলেও প্রচণ্ডভাবে আঘাত হানে।


কোন মন্তব্য নেই