নকশার ত্রুটিতেই বিধ্বস্ত হয় লায়ন এয়ারের বিমান - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

নকশার ত্রুটিতেই বিধ্বস্ত হয় লায়ন এয়ারের বিমান



ইন্দোনেশিয়ায় ২০১৮ সালে লায়ন এয়ারের বিমান বিধ্বস্তের কারণ হিসেবে বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্সের নকশার ত্রুটিকে দায়ী করেছে দেশটির সরকার।

এছাড়াও, পাইলটের ভুল এবং রক্ষণাবেক্ষণ ইস্যুকেও দায়ী করেছে ইন্দোনেশিয়ার সরকারি তদন্ত দল।

গেল বছরের অক্টোবরে জাকার্তা থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয় বিমানটি।

এতে প্রাণ হারান ১৮৯ আরোহীর সবাই। পরে আদ্দিস আবাবা থেকে উড্ডয়নের পর ইথিওপিয়ান এয়ারলাইন্সের আরও একটি 'সেভেন থ্রি সেভেন ম্যাক্স' বিমান বিধ্বস্ত হলে সারাবিশ্বে মুখ থুবড়ে পড়ে বোয়িংয়ের এ মডেলটি। উভয় তদন্তেই বিমানের নকশার ত্রুটিকে দায়ী করা হয়েছে।

কোন মন্তব্য নেই