ছাত্রদলের ওপর হামলাই প্রমাণ করে আ’লীগ সন্ত্রাসী দল: ফখরুল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ছাত্রদলের ওপর হামলাই প্রমাণ করে আ’লীগ সন্ত্রাসী দল: ফখরুল



বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর হামলা গণতন্ত্রের ওপর হামলা, এই হামলার মধ্য দিয়ে আবারো প্রমাণিত হলো আওয়ামী লীগ সন্ত্রাসী দল।’ সোমবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীতে এ কথা বলেন তিনি।

ঢাবিতে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মির্জা ফখরুল বলেন, আমরা মনে করি ছাত্রদলের ওপর হামলা গণতন্ত্রের ওপর হামলা। ছাত্র রাজনীতিতে নতুন অধ্যায় সৃষ্টি করতে যাচ্ছিল ছাত্রদল সেই অধ্যায়কে সমূলে বিনষ্ট করার জন্য পাঁয়তারা। এ হামলা শুধু ন্যাকারজনক নয় এটা বাংলাদেশের রাজনীতির জন্য অশনিসংকেত।

দুপুরে শান্তিপূর্ণ সহাবস্থানের একদিন বাদেই এবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় হামলার শিকার হন ছাত্রদলের নেতাকর্মীরা। অতর্কিত এ হামলায় ৩০ থেকে ৪০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

ছাত্রলীগের নেতারাই বিনা উস্কানিতে তাদের ওপর হামলা চালিয়েছে বলে দাবি ছাত্রদলের নেতাকর্মীদের।

এদিকে, তাৎক্ষণিকভাবে হামলাকারীদের সনাক্ত করা যায়নি উল্লেখ করে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, এ ঘটনায় সংগঠনের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, বয়োজ্যেষ্ঠদের দিয়ে কমিটি দেয়ায় সাধারণ শিক্ষার্থীদের ক্ষোভের শিকার হতে পারেন ছাত্রদল নেতাকর্মীরা।

বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরের সামনের সড়ক হঠাৎ করেই হয়ে ওঠে অশান্ত। এর আগে বেলা ১১টার দিকে নেতাকর্মীদের নিয়ে মধুর ক্যান্টিনে প্রবেশ করে ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল। আগে থেকেই সেখানে অবস্থান করছিল ছাত্রলীগের নেতাকর্মীরা। একপর্যায়ে সেখান আসেন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়।


ছাত্রলীগ কর্মীদের স্লোগানে একপর্যায়ে মধুর ক্যান্টিন ত্যাগ করেন ছাত্রদল নেতাকর্মীরা। পরে তারা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে অবস্থান নিলে সেখান থেকে তাদের সরিয়ে দেয়া হয়। পরে নেতাকর্মীদের নিয়ে ডাস চত্বরে অবস্থান নেয় ছাত্রদল। এর কিছুক্ষণ পরই ঘটে হামলার ঘটনা।

এ হামলায় ছাত্রদলের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখার যুগ্ম সম্পাদক খোরশেদ আলম সোহেল, জিয়া হল শাখা ছাত্রদল কর্মী কামরুল, মাস্টারদা সূর্যসেন হল শাখার কর্মী ফিরোজ, ঢাবি শাখা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন, ফজলুল হক হল শাখার কর্মী মাসুম, শহীদুল্লাহ হল শাখার মাহবুব শাহীন এবং ফাহিম, সজল ও নয়নসহ আরো অনেকে আহত হয়েছেন। তাদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে সোহেল ও কামরুলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন।

এই ঘটনা ভিডিওতে ধারণ করতে গিয়ে ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত তিন জন সাংবাদিক।

কোন মন্তব্য নেই