থানার সামনে গায়ে আগুন দেওয়া লিজার মৃত্যু
রাজশাহীতে থানার সামনে দাঁড়িয়ে নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করা কলেজছাত্রী লিজা রহমান মারা গেছে।
বুধবার (০২ অক্টোবর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, লিজার শরীরের ৬৪ শতাংশ দগ্ধ হয়েছিল।
বিয়ের পর স্বামীর পারিবার মেনে না নেওয়ায় গত শনিবার রাজশাহীর শাহ মখদুম থানার সামনে নিজের গায়ে আগুন দেয় কলেজ শিক্ষার্থী লিজা রহমান। এরপর ওইদিন রাতেই তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
নিহত লিজার বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায়। তিনি রাজশাহী মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
কোন মন্তব্য নেই