উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জয়ের ধারায় প্যারিস সেন্ট জার্মেই - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জয়ের ধারায় প্যারিস সেন্ট জার্মেই





জয়ের ধারা ধরে রেখেছে প্যারিস সেন্ট জার্মেই। গ্যালাতাসারেকে ১-০ গোলে হারিয়েছে টাচেল শীষ্যরা। আরেক ম্যাচে, লোকোমোটিভ মস্কোর বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। অবশেষে ৪৮ মিনিটে আসে সে ক্ষণ। গোল করেন জোয়াও ফেলিক্স। রাশিয়ার ক্লাবটিকে হতাশ করে উল্লাসে মাতে অ্যাতলেটিকো মাদ্রিদ। এই গোলের দশ মিনিট পরই আবারো উৎসবের উপলক্ষ্য আনেন থমাস পার্টি। ঘানাইয়ান এই মিডফিল্ডারের গোলে সহায়তা করেছেন দিয়েগো কস্তা। দুই গোল হজম করেও, মাথা তুলে দাঁড়াতে পারেনি লোকোমোটিভ মস্কো। ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ।

মৌসুমটা দারুনভাবে শুরু করেছে প্যারিস সেন্ট জার্মেই। লিগে আট ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে উড়ছে টাচেলের শীষ্যরা। চ্যাম্পিয়ন্স লিগেও ছুটছে তাদের জয়রথ। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের মত প্রতিপক্ষ যেখানে প্রত্যাশিত শুরু করতে পারেনি। সেখানে নেইমারের মত তারকা ফুটবলারদের ছাড়াই বিজয় কেতন উড়িয়ে চলেছে দ্যা পারসিয়ান।

দ্বিতীয় ম্যাচে তুরস্কের ক্লাব গ্যালাতাসারের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে খেলে পিএসজি। তবে, গোল আদায় করতে পারছিলেন না সিলভা, ভেরাত্তিরা। স্বাগতিক সমর্থকদের প্রত্যাশার চাপ সামলে বেশ কয়েকবার গা ঝারা দিয়ে ওঠার চেষ্টা করেছে গ্যালাতাসারেও। কিন্তু কাজের কাজ হয়নি। পিএসজির রক্ষণদূর্গ ভেঙ্গে তা নাভাস পর্যন্ত যায়নি।



অবশেষে অতিথিদের আনন্দে ভাসান ইকার্দি। ৫২ মিনিটে এ আর্জেন্টাইনের গোলে ১-০ তে লিড পায় প্যারিস সেন্ট জার্মেই। তাকে বলের যোগান দিয়েছেন পাবলো সারাবিয়া। হতাশায় মুষরে পড়ে তুরস্কের সমর্থকরা।

ম্যাচে এরপর আর আধিপত্য বিস্তার করতে পারেনি কোন দল। ১-০ গোলের জয় নিয়েই তুরস্ক ছেড়েছে পিএসজি।

আরেক ম্যাচে, মস্কোর আরজিডি অ্যারেনায় মুখোমুখি হয় অ্যাতলেটিকো মাদ্রিদ ও লোকোমোটিভ মস্কো। প্রথম ম্যাচে ড্র করায় জয়ের নেশায় শুরু থেকেই সচেতন ছিলো রোজি ব্লাঙ্কো। কিন্তু সিমিওনের ইচ্ছের বাস্তবায়ন করতে পারছিলেন না ফিলিপ্পে, গিমেনেজরা।


অবশেষে ৪৮ মিনিটে আসে সে ক্ষণ। গোল করেন জোয়াও ফেলিক্স। রাশিয়ার ক্লাবটিকে হতাশ করে উল্লাসে মাতে অ্যাতলেটিকো মাদ্রিদ। এই গোলের দশ মিনিট পরই আবারো উৎসবের উপলক্ষ্য আনেন থমাস পার্টি। ঘানাইয়ান এই মিডফিল্ডারের গোলে সহায়তা করেছেন দিয়েগো কস্তা। দুই গোল হজম করেও, মাথা তুলে দাঁড়াতে পারেনি লোকোমোটিভ মস্কো। ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ।


কোন মন্তব্য নেই