ক্রিকেট খেলতে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ক্রিকেট খেলতে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ





নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হয়েই বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল পাকিস্তান সফরে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। দ্বিপাক্ষিক এই সিরিজে বিসিবিকে সার্বিক নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে পিসিবি। এমনটাই জানিয়েছেন বিসিবি'র উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম নাদেল। পাকিস্তান সফরে বাংলাদেশের নারী ক্রিকেটারদের কোন আপত্তি নেই। বরং সফরে ইতিবাচক ফলাফল কিভাবে করবে দল সেটিই মূল ভাবনায়। এমনটাই মন্তব্য অধিনায়ক রোমানা আহমেদের।

গেলো বছরে বাংলাদেশ সফরে দ্বিপাক্ষিক সিরিজ খেলে গেছে পাকিস্তান নারী ক্রিকেট দল। তার অংশ হিসেবে ফিরতি সফরে বাংলাদেশ নারী ক্রিকেট দল যাবে পাকিস্তানে। এ মাসের ২৩ অক্টোবরে তিনটি করে ওয়ানডে ও ২ টি-টোয়েন্টি খেলবে টাইগস্রেরা। এটা পূর্বেই নির্ধারিত সফর। কিন্তু, পাকিস্তান সফর বলেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে বারবার। এই যেমন নারী দলের কোচিং স্টাফরা ভারতীয় হওয়া সফরে যাচ্ছে না। ভেতরের খবর হলে, ভারতীয় কোচিং স্টাফদের পাকিস্তান সফরে আপত্তির কারণে তাদের পাঠানো হচ্ছে না পাকিস্তানে। তাহলে কি নারী ক্রিকেটারের আপত্তি আছে পাকিস্তান সফরে? কিংবা নিরাপত্তার ব্যাপারে কতোটা নিশ্চয়তা পেলো বিসিবি। আস্বস্ত করলেন এই বোর্ড পরিচালক।

এ ব্যাপারে বিসিবির উমেন্স উইং শফিউল আলম বাদল বলেন, নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেই নারী দল পাকিস্তান যাচ্ছে। নিরাপত্তার বিষয়ে আমাদের জিরো টলারেন্স মনোভাব। 

এদিকে, পাকিস্তান সফরে নিরাপত্তা নিয়ে নয়। বরং নিজেদের সাফল্য নিয়েই যতো ভাবনা টাইগ্রেসদের।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক রোমানা আহমেদ জানান, সবার একটাই কথা। আমাদের ভালো করতে হবে। জিততে হবে। পাকিস্তানকে আমরা এশিয়া কাপে হারিয়েছে। ওদের বিপক্ষে আমাদের ফলাফলও ভালো।



মূলত ২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার পর থেকেই এক রকম নির্বাসনে পাকিস্তানের ক্রিকেট। দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে মরিয়া পিসিবি। তারই অংশ হিসেবে শ্রীলঙ্কান ক্রিকেট দলকে নিয়ে নিজেদের মাটিতে সিরিজ খেলছে পাকিস্তান।


যতোটুকু জানা গেছে, কোন অপ্রতিকর ঘটনা ছাড়া লঙ্কানরা পাকিস্তান সফর সম্পন্ন করলে ফ্রেব্রুয়ারিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুবাই সফরটি পাকিস্তানের মাটিতে খেলার ব্যাপারে উঠে পড়ে লাগবে পিসিবি। সূত্রে জানা গেছে এ মাসেই বিসিবিকে আনুষ্ঠানিক প্রস্তুাব দেবে পিসিবি। কারণ মোটা অংকের অর্থ খরচ করে বাংলাদেশের বিপক্ষে দুবাইয়ে সিরিজ খেলতে আগ্রহী নয় পাকিস্তান। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজে আইসিসি ম্যাচ অফিসিয়াল পাঠিয়েছে। সেক্ষেত্রে সুযোগটা নিতে মরিয়া পিসিবি।


কোন মন্তব্য নেই