ভারত সফরের আগের দিন শেখ হাসিনাকে পাকিস্তান প্রধানমন্ত্রীর ফোন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ভারত সফরের আগের দিন শেখ হাসিনাকে পাকিস্তান প্রধানমন্ত্রীর ফোন





প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের আগের দিন পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান তাকে ফোন করেছেন। বুধবার (০২ অক্টোবর) দুই নেতার মধ্যে ফোনালাপ অনুষ্ঠিত হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান শেখ হাসিনার চোখের চিকিৎসার খোঁজ-খবর নেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ফোনালাপে দুই নেতা কুশল বিনিময় করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখের বর্তমান অবস্থার খোঁজখবর নেন ইমরান খান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার খোঁজখবর নেয়ার জন্য পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খানকে ধন্যবাদ জানান।

এদিকে চার দিনের সফরে বৃহস্পতিবার (০৩ অক্টোবর) ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত জানুয়ারিতে টানা তৃতীয় মেয়াদে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের পর এটি তার প্রথম ভারত সফর।

বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, ভারত সফরের প্রথম দু'দিন ৩ ও ৪ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আয়োজনে 'ইন্ডিয়ান ইকোনমিক সামিটে' অংশ নেবেন।

এরপর শনিবার দিল্লিতে স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। বৈঠকে অন্যান্য বিষয়ের সঙ্গে ১১টি বিষয়ে আলোচনার কথা রয়েছে। এগুলো হচ্ছে- সীমান্তে হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা ও চোরাচালান বন্ধের বিষয়ে সহযোগিতা বৃদ্ধি, উভয় দেশের মধ্যে জনযোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্নমুখী উদ্যোগ গ্রহণ এবং বাংলাদেশের নাগরিকদের ভারতীয় ভিসা থাকা সাপেক্ষে আরও অবাধ যাতায়াতের ব্যবস্থা গ্রহণ, সন্ত্রাসবাদ রোধ এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে সহযোগিতা বৃদ্ধি, সার্বিক বাণিজ্যিক ও আর্থিক সহযোগিতা বৃদ্ধি, বাংলাদেশের রফতানি পণ্যের ওপর আরোপিত অ্যান্টিডাম্পিং ও অ্যান্টিসারকামভেশন শুল্ক প্রত্যাহার, বাংলাদেশ ও ভারতের মধ্যে নৌ ও সমুদ্রপথে যোগাযোগ বৃদ্ধি, 'বিবিআইএন এমভিএ' চুক্তি স্বাক্ষরের বিষয়ে উদ্যোগ গ্রহণ, গঙ্গার পানি বণ্টন চুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা, উন্নয়ন ও জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর ও বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপনের বিষয়ে যৌথ উদ্যোগ গ্রহণ এবং রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের বিষয়ে ভারতের সহযোগিতা।




এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, দুই নেতার বৈঠকে ১০ থেকে ১২টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। এছাড়া বাংলাদেশের পক্ষ থেকে তিস্তাসহ অভিন্ন নদীগুলোর পানি বণ্টনের বিষয় এবং এনআরসি প্রসঙ্গ নিয়ে আলোচনা তোলা হবে।

শনিবার ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন শেখ হাসিনা। সফরের চতুর্থ দিন ৬ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ দিনই ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।


কোন মন্তব্য নেই