ইতালির দ্বীপে জাহাজ ডুবি, উদ্বার ১৪৯ নিখোঁজ ২০ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইতালির দ্বীপে জাহাজ ডুবি, উদ্বার ১৪৯ নিখোঁজ ২০

 ইতালির ল্যাম্পিদুসা দ্বীপের কাছে অভীবাসীসহ এক জাহাজডুবির ঘটনা ঘটেছে।

গত শনিবার (২৩ নভেম্বর) বিকেলে ভূমধ্যসাগরীয় ল্যাম্পিদুসা দ্বীপে ঝড়ের কবলে পড়ে জাহাজটি ডুবে যায়।

রোববার কতৃপক্ষ জানায়, অভিবাসী সহ জাহাজডুবির ঘটনায় ১৪৯ জনকে উদ্ধার করা হয়েছে এবং আরো ২০ জন নিখোঁজ রয়েছে।

ইতালিয়ান কোস্টগার্ড এক বিবৃতিতে জানায়, উদ্ধারকৃতদের মধ্যে ১৩৩ জন পুরুষ, ১৩ জন নারী এবং ৩ শিশু রয়েছে। উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে।

কোন মন্তব্য নেই