ছাত্রদের সাথে স্কুলশিক্ষিকার নাচের ভিডিও ভাইরাল! - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ছাত্রদের সাথে স্কুলশিক্ষিকার নাচের ভিডিও ভাইরাল!

আমাদের শৈশবের একটা বড় সময় স্কুলে কাটে ৷ স্কুলজীবনের নানা মুহূর্ত জীবনের চলার পথে বিভিন্ন সময়ে অনুপ্রেরণা দেয়, দেয় লড়াই করার শক্তি। আবার স্কুলের বিভিন্ন আনন্দের মুহূর্তের কথা মনে করে অনেক বয়সেও হাসিতে ভরে যায় মানুষের মুখ। সাধারণত স্কুলে ক্লাস চলাকালীন শিক্ষক-শিক্ষিকারা গম্ভীর থাকেন। কিন্তু বিভিন্ন সেলিব্রেশনের দিনে তাদের পাওয়া যায় একেবারে অন্য মেজাজে। চিলড্রেন্স ডে, টিচার্স ডে বা এক্সকারশনে যাওয়ার সময় শিক্ষিকারাও নিজেদের গাম্ভীর্যের দিকটা ঝেড়ে ফেলে হয়ে ওঠেন প্রাণবন্ত। 

সম্প্রতি ভারতের এক স্কুলে শিক্ষিকার কাণ্ডে মাতলো নেটের জগৎ। ছাত্র-ছাত্রীরা প্রিয় শিক্ষিকার নাচ দেখে খুশিতে হাততালিতে দিচ্ছে। সে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, নাচতে নাচতে নিজের তিন ছাত্রকে ডেকে নিচ্ছেন শিক্ষিকা ৷ তারাও তাল মেলালেন শিক্ষিকার সঙ্গে।

কোন মন্তব্য নেই