টাঙ্গাইলে লবণের দাম বেশি নেয়ায় ১ লাখ টাকা জরিমানা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

টাঙ্গাইলে লবণের দাম বেশি নেয়ায় ১ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলের সখীপুরে লবণের কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মূল্যে লবণ বিক্রির অভিযোগে সাবাস খান নামের এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকালে পৌর এলাকার শালগ্রামপুর সড়কে সাবাস স্টোর নামের এক দোকানে এ ঘটনা ঘটেছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়েশা জান্নাত তাহেরা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় সখীপুর থানার ওসি মো. আমির হোসেন উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, পেঁয়াজের মতো সারা দেশে লবণ সংকট হয়েছে বলে প্রচার চালিয়ে অতিরিক্ত মূল্যে লবণ বিক্রি করছিল সাবাস স্টোর নামের এক দোকানদার। এতে সাধারণ জনগণের কাছ থেকে ১০০-১৫০ টাকা কেজি পর্যন্ত লবণের মূল্য রাখেন। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই দোকানের মালিক সাবাস খানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সখীপুর থানার ওসি মো. আমির হোসেন বলেন, লবণের দাম বৃদ্ধি পেয়েছে বলে প্রচার চালাচ্ছে বা চড়ামূল্যে লবণ বিক্রি করছে কিনা এ বিষয়ে পুলিশের নজর রয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়েশা জান্নাত তাহেরা বলেন, অতিরিক্ত মূল্যে লবণ বিক্রি করার অভিযোগ পেয়ে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

কোন মন্তব্য নেই