৫০০ ফুট উঁচুতে টাঙানো ফিতার ওপর দিয়ে হাঁটলেন ফরাসি নাগরিক (ভিডিও) - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

৫০০ ফুট উঁচুতে টাঙানো ফিতার ওপর দিয়ে হাঁটলেন ফরাসি নাগরিক (ভিডিও)


ফ্রান্সের  চ্যারিটি ইভেন্ট ফ্রেঞ্চ টেলিথন ২০১৯ এর জন্য প্যারিসের বাইরে লা ডিফেন্স জেলায় দুটি টাওয়ারের মাঝে টাঙানো একাধিক জনের ফিতার ওপর দিয়ে হেঁটে যাওয়ার দৃশ্য ধারণ করা হয়েছে।
এগুলোর একটি হলো বিশ্ব রেকর্ডধারী নাথান পলিনের। মাটি থেকে ৫০০ ফুট উঁচুতে দুটি টাওয়ারের মাঝে টাঙানো একটি ফিতার ওপর দিয়ে তার হেঁটে যাওয়ার দৃশ্যটি ধারণ করা হয়েছে।
ফরাসি এই নাগরিক ফ্রেঞ্চ টেলিথন ২০১৯ চ্যারিটি ইভেন্টের জন্য ফিতাটির ওপর দিয়ে হেঁটে যান। তিনি হেঁটে যাওয়ার পরে অন্য অংশগ্রহণকারীরা পালাক্রমে এই ফিতার ওপর দিয়ে হাঁটেন।
আগামী মাসে অনুষ্ঠিত হবে সবচেয়ে বড় চ্যারিটি ইভেন্টটি। নাথান পলিন এর আগে প্যারিসের আইফেল টাওয়ার ও ত্রোকাদেরোর মাঝে টাঙানো একটি ফিতার ওপর দিয়ে হেঁটেছিলেন।

কোন মন্তব্য নেই