কেনিয়ায় ভূমিধসে নিহত ২৪ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

কেনিয়ায় ভূমিধসে নিহত ২৪


ভারী বর্ষণের কারণে হওয়া ভূমিধসের ফলে কেনিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় এলাকায় একই পরিবারের ৭ জনসহ অন্তত ২৪ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৭ জন শিশুও রয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) স্থানীয় এক সরকারি কর্মকর্তার বরাতে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।

শুক্রবার (২২ নভেম্বর) থেকে শুরু হওয়া ভারী বর্ষণের কারণে উগান্ডার সীমান্তঘোঁষা কেনিয়ার পশ্চিম পোকোট কাউন্টিতে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। বন্যায় ভেসে গেছে মুইনো গ্রামের চারটি সেতু। ফলে গ্রামটিতে সড়কপথে যাওয়ার পথ বন্ধ হয়ে গেছে।

কাউন্টির গভর্নর জন লনিয়ানগাপুয়ো বলেন, মুইনো গ্রামে অনেক মানুষ এখনো পানিবন্দি অবস্থায় রয়েছেন। পুরো গ্রামটিই পানিতে তলিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।

কাউন্টিটির কমিশনার অ্যাপোলো ওকেল্লো বলেন, সাত শিশুসহ ১২টি মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে অভিযান চলছে। সেতু ভেঙে যাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। নিহতদের মধ্যে একই পরিবারের সাতজন সদস্য রয়েছে।

কেনিয়ার আবহাওয়া বিভাগ জানায়, দেশটি বর্তমানে বর্ষা মৌসুমের চেয়েও বেশি ভারী বর্ষণ মোকাবিলা করছে।

কোন মন্তব্য নেই