১৬০টি বাদুড়সহ আটক এক - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

১৬০টি বাদুড়সহ আটক এক

নাটোরে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে অমল সরদার নামে একজনকে ৬ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার সকালে, নাটোর সদর উপজেলার চাদপুর কৌরিয়া এলাকার রাজশাহী-নাটোর মহাসড়কের উপর এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত অমল যশোর জেলার চৌগাছা উপজেলার কংসাদিপুর এলাকার মৃত সূর্য সরদারের ছেলে।

এলাকাবাসী জানান, সদর উপজেলার চাঁদপুর কৌরিয়া এলাকা থেকে অমল সরদার জাল দিয়ে ১৬০টি বড় বাদুড় শিকার করে নিয়ে যাচ্ছিলেন। সে সময়, হাইওয়ে পুলিশের একটি দল ওই বাদুড়সহ অমলকে আটক করে।

পরে, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক তিাসনিমা খাতুন বন্যপ্রাণী সংরক্ষণ আইনে তাকে ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়ে জেলে প্রেরণের নির্দেশ দেন।


  

কোন মন্তব্য নেই