ইয়েমেনে প্রতি দশ মিনিটে একটি শিশু ক্ষুধায় মারা যাচ্ছে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইয়েমেনে প্রতি দশ মিনিটে একটি শিশু ক্ষুধায় মারা যাচ্ছে

ইয়েমেনে প্রতি দশ মিনিটে একটি শিশু ক্ষুধায় মারা যাচ্ছে

ইয়েমেনের ওপর সৌদি আরবের আগ্রাসনকে বর্বর আখ্যা দিয়ে ইয়েমেনের জনস্বাস্থ্য বিষয়ক মন্ত্রী তাহা আল-মুতাওয়াকেল জানিয়েছেন, প্রতি দশ মিনিটে ইয়েমেনে একটি করে শিশু স্রেফ ক্ষুধায় মারা যাচ্ছে এবং প্রতি দুই ঘন্টায় ছয়টি করে নবজাতকের মৃত্যু ঘটছে।

মুতাওয়াকেল বলেন, “আমরা বিশ্ববাসীর কাছে শিশুদের খেলনা এবং ভিডিও গেমস চাই না, আমরা শিশুদের বাঁচানোর জন্য ইনকিউবেটর এবং এ সংক্রান্ত অন্যান্য সামগ্রী চাই। আমাদের শিশুদের বাঁচার অধিকার দেয়া হোক।” শনিবার (২৩ নভেম্বর) তিনি এসব কথা বলেন। ইয়েমেনি মন্ত্রী এসময় আরো বলেন, “আমাদের দেশের শিশুদের জন্য মায়াকান্না বন্ধ করুন। ইয়েমেনের এই করুণ পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে তেমন ভালো কিছু করতে দেখি নি।”

কোন মন্তব্য নেই