করোনায় নতুন মৃত্যুপুরী ইতালি, আক্রান্ত ৪০০ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

করোনায় নতুন মৃত্যুপুরী ইতালি, আক্রান্ত ৪০০












চীনের সঙ্গে ১৪টি দেশের সীমানা রয়েছে, তার মধ্যে ইউরোপের একমাত্র দেশ রাশিয়াও। কিন্তু রাশিয়ায় এখন পর্যন্ত করোনাভাইরাসে কেউ আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে ইউরোপের অন্যান্য দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে।

করোনায় এ পর্যন্ত চীনসহ সারা বিশ্বে ২৮০৪ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ১৬৬ জন। এ ভাইরাসে মৃতের তালিকায় এবার উঠে এসেছে ইতালির নাম। ইউরোপের এই দেশেই সর্বাধিক মৃত্যু হচ্ছে। বিবিসির খবরে বলা হয়েছে, ইউরোপের মধ্যে ইতালিতেই করোনাভাইরাসের প্রাদুর্ভাব সবচেয়ে মারাত্মক। দেশটিতে অন্তত ৪০০ জনের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১২ জন।

অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া ও সুইজারল্যান্ডেও ছড়াচ্ছে এ ভাইরাস। ইতালির পরিস্থিতি দেখে প্রতিবেশী সব দেশ ইতোমধ্যে সীমান্ত বন্ধ করেছে।

খবরে বলা হয়, ফ্রান্স ও জার্মানিতেও করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে।






ব্রিটিশ স্বাস্থ্য পরিকাঠামো বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, করোনাভাইরাস ইউরোপে ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে। খোদ লন্ডন শহর ও ইংল্যান্ডে ৪ লাখ মানুষ বিপদের মধ্যে রয়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) জানায়, চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বিশ্ব জুড়ে মহামারির চেহারা নিতে চলেছে। সেই সতর্কতা কতটা ভয়াবহ তার চিত্র এখনও স্পষ্ট নয়।

সূত্র : জাগো নিউজ






কোন মন্তব্য নেই