করোনায় ১০৭ জনের মৃত্যু হয়েছে ইরানে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

করোনায় ১০৭ জনের মৃত্যু হয়েছে ইরানে







ইরানে করোনভাইরাসে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে । গত ২৪ ঘন্টায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৫৯১ জন। এই নিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১০৭ জনে। আক্রান্ত রোগীর সংখ্যা ৫,৫১৩ জন। যদিও এটা সরকারি হিসাব, প্রকৃত সংখ্যা এরচেয়ে আরও অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, 'আজ পর্যন্ত ২৩,৩৩৭ জন সন্দেহভাজনকে পরীক্ষা করা হয়েছে। এদের মাঝে ৩,৫১৩ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। দুর্ভাগ্যক্রমে আরও ১৫ জন মারা গেছেন এবং নিহতদের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭ জনে। তেহরান, কওম, গিলান ও ইস্পাহান প্রদেশগুলিতে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে।'






১৯ ফেব্রুয়ারি প্রথম কয়েকজনের করোনাভাইরাস আক্রান্ত ও তাতে মৃত্যুর কথা ঘোষণা করেছিল ইরান। এরপর থেকে ইরানে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দ্রুত বাড়তে থাকে। অন্যান্য দেশে সংক্রমণ নিশ্চিত হয়েছে এমন লোকজনের মৃত্যুর হার যেখানে প্রায় তিন শতাংশ সেখানে ইরানে এ হার প্রায় ১০ শতাংশ।

কোন মন্তব্য নেই