পলিথিন ব্যাগে নবজাতক!
সাভারে পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় ফুটফুটে এক নবজাতক মেয়ে শিশু উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেলে ওই নবজাতকে উদ্ধারের পর চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, বুধবার বিকেল ৫টার দিকে সাভার পৌর এলাকার মুক্তির মোড়ে রাস্তার পাশে কান্নারত অবস্থায় পলিথিন ব্যাগের ভিতর থেকে নবজাতকটিকে উদ্ধার করেন সম্রাট নামের এক তরুণ। পরে পুলিশ নবজাতকটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। নবজাতকটির বাবা-মায়ের পরিচয় জানতে তদন্ত চলছে। পরে উপজেলা প্রশাসন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে নবজাতকে সমাজ সেবা অধিদপ্তরে পাঠানো হবে বলে জানা গেছে। নবজাতক শিশুটি সুস্থ হয়ে উঠেছে। উদ্ধার হওয়া ওই নবজাতকের নাম রাখা হয়েছে অনামিকা।
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা বলেন, আমরা নবজাতকটির বর্তমান অভিভাবক। সে বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছে। আমরা আপাতত অনামিকা বলে ডাকি। অনামিকা আমাদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন থাকবে।
কোন মন্তব্য নেই