আমেরিকা শুরু থেকে ইরানের স্বাস্থ্য খাতকে টার্গেট করেছিল: জারিফ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আমেরিকা শুরু থেকে ইরানের স্বাস্থ্য খাতকে টার্গেট করেছিল: জারিফ












প্রতিহিংসাপরায়ণভাবে ইরানের ওপর আরোপিত ‘অবৈধ ও ব্যাপক শাস্তিমূলক’ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে অস্বীকৃতি জানানোয় আমেরিকার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ওই নিন্দা জানিয়ে বলেছেন, প্রাণঘাতী করোনাভাইরাস তার দেশের ওপর আমেরিকার আরোপিত নিপীড়নমূক নিষেধাজ্ঞার স্বরূপ উন্মোচন করেছে।

তিনি ফার্সি নববর্ষ উপলক্ষে প্রকাশিত এক ভিডিও বার্তায় আরো বলেছেন, আমেরিকা যে তার নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানি জনগণের স্বাস্থ্য ব্যবস্থাকে বিপর্যস্ত করে দিতে চায় তা শুরু থেকেই বোঝা গিয়েছিল। জারিফ বলেন, যখন একটি জাতিকে খাদ্য ও ওষুধসহ অন্যান্য জরুরি পণ্য সংগ্রহের অধিকার থেকে বঞ্চিত করা হয় তখন ওই জাতি এ ধরনের প্রাণঘাতী রোগ মোকাবিলার দৌড়ে অন্যান্য দেশ থেকে পিছিয়ে পড়ে ও ভঙ্গুর অবস্থায় চলে যায়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর নিজ দেশে বসবাসরত ইরানি ও প্রবাসী ইরানিদের মধ্যে এক অভূতপূর্ণ মেলবন্ধন তৈরি হয়েছে। এই দুর্যোগময় মুহূর্তে আমেরিকার নিষেধাজ্ঞাই ইরানি নাগরিকদেরকে পরস্পরের কাছে নিয়ে এসেছে বলে তিনি উল্লেখ করেন। এ ধরনের বিপযয়কর পরিস্থিতি চিরদিন থাকবে না এবং ইরান মার্কিন নিষেধাজ্ঞার ধকল কাটিয়ে উঠবে বলে প্রত্যয় ব্যক্ত করেন মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি বলেন, তবে এই বিপর্যয়ের মুহূর্তগুলো ইরানি জনগণ স্মরণে রাখবে।-পার্সটুডে

কোন মন্তব্য নেই