বিপদে আল্লাহর ওপর ভরসা রাখুন আমিরাতের ক্রাউন প্রিন্স - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বিপদে আল্লাহর ওপর ভরসা রাখুন আমিরাতের ক্রাউন প্রিন্স














বিশ্বের আতঙ্কের নাম এখন করোনা ভাইরাস। প্রাণঘাতী করোনা ছড়িয়ে পড়েছে ১৬২টি দেশে। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮২ হাজার ৬০৩ জন। মৃত্যু হয়েছে ৭ হাজার ১৭১ জনের।

সংযুক্ত আরব আমিরাতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ৯৮ জন। তবে মৃত্যু হয়নি একজনেরও। সুস্থ হয়েছেন ২৩ জন।

করোনা ভাইরাসে বৈশ্বিক প্রভাব বিবেচনায় নিয়ে সংযুক্ত আরব আমিরাতের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আমিরাতে বসবাসরত সব নাগরিকের মনোবল শক্ত রাখতে আহ্বান জানিয়েছেন।

সোমবার (১৬ মার্চ) তিনি আমিরাতে বসবাসরত সব নাগরিকের উদ্দেশে বলেন, আমিরাতে পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুদ রয়েছে, আল্লাহর নিয়ামত জ্বালানি রয়েছে এবং করোনা ভাইরাসে আক্রান্তদের জন্য সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে।

আমিরাত সর্বোচ্চ সতর্কতার সঙ্গে সব সিদ্ধান্ত নিচ্ছে। আপনারা সবাই মনোবল শক্ত রাখুন, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।

কোন মন্তব্য নেই