ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি আয় বেড়েছে ৫৬ শতাংশ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি আয় বেড়েছে ৫৬ শতাংশ

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ঢাকা, ২৩ অক্টোবর ২০২৫:
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) বেড়েছে ৫৬.৮১ শতাংশ

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে তৃতীয় প্রান্তিকের প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে,

  • চলতি প্রান্তিকে শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৬৯ পয়সা,
    যেখানে গত বছরের একই সময়ে তা ছিল ৪৪ পয়সা

  • চলতি হিসাববছরের প্রথম নয় মাসে (জানুয়ারি–সেপ্টেম্বর ২০২৫) কোম্পানিটির মোট ইপিএস দাঁড়িয়েছে ২ টাকা ৩৫ পয়সা,
    যা গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ৫৫ পয়সা

এছাড়া, গত ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAV) ছিল ৩১ টাকা ৫৯ পয়সা


বিষয় ২০২৫ ২০২৪ পরিবর্তন
EPS (জুলাই–সেপ্টেম্বর) ০.৬৯ টাকা ০.৪৪ টাকা +৫৬.৮১%
EPS (জানুয়ারি–সেপ্টেম্বর) ২.৩৫ টাকা ১.৫৫ টাকা +৫১.৬১%
NAV (৩০ সেপ্টেম্বর ২০২৫) ৩১.৫৯ টাকা


সূত্র: কোম্পানির প্রকাশিত আর্থিক প্রতিবেদন

ট্যাগসমূহ: #DSE #ইউনাইটেডইন্স্যুরেন্স #পুঁজিবাজার #বীমাখাত #EPS #NAV


কোন মন্তব্য নেই