আরো এক নবজাতকের করোনা ধরা পড়ল ব্রিটেনে
ব্রিটেনে আরো এক নবজাতকের শরীরে মিলল করোনা। নরফোক্ল এলাকার জর্লেস্তনের জেমস পেজেট হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, নতুন করে তিন জনের শরীরে করোনা পাওয়া গেছে। আর তাদের মধ্যে একজন শিশুও রয়েছে। সবাইকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ বুধবার এই তথ্য জানান ওই স্বাস্থ্য কর্মকর্তা।
এর আগে নয় মাস বয়সী এক শিশুর শরীরের করোনাভাইরাস ধরা পড়ে। এরপরই ওই নবজাতকের করোনা টেস্ট করানো হলে মিলে করোনাভাইরাস। ওই নবজাতকের বাবা মাইরোস্লাভা কোটস জানান, তার শিশুর শরীরে হালকা জ্বর হলে ম্যানচেস্টারে এক চিকিৎসকের কাছে নিয়ে যান তিনি। এরপর করা হয় করোনার টেস্ট। পরেই ধরা করোনা উপস্থিতি।
যুক্তরাজ্যেও করোনা ছড়িয়েছে। রীতিমতো করোনা কাপঁন ধরিয়েছে এই মারণ ভাইরাস। করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে মারা গেছেন ৭১ জন। আর আক্রান্ত হয়েছেন মোটা এক হাজার নয়শ ৫০ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৫ জন।
কোন মন্তব্য নেই