'করোনা মোকাবিলায় প্রয়োজনে চীনের মত হাসপাতাল করা হবে' - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

'করোনা মোকাবিলায় প্রয়োজনে চীনের মত হাসপাতাল করা হবে'














করোনা মোকাবিলায় চীনের মতো হাসপাতাল বানানো হবে।
করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে কোন চাহিদা পূরণ করবে অর্থমন্ত্রণালয়। প্রয়োজনে চীনের মতো দ্রুত অস্থায়ী হাসপাতাল গড়ে তুলতেও প্রস্তুত সরকার বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার সচিবালয়ে, সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির মিটিং শেষে এ কথা জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন,'করোনা ভাইরাস নিয়ে সারাবিশ্ব বিপদে আছে। সম্মিলিতভাবে কীভাবে মোকাবিলা করা যায় সেই চেষ্টা চলছে। কি করলে দেশকে ও জাতিকে মুক্ত রাখতে পারি সেলক্ষ্যে কাজ করছে সরকার। আমাদের অর্থের কোনো সমস্যা নেই। আমরা আর্থিকভাবে সক্ষম আছি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যদি কোনো উদ্যোগ গ্রহণ করে বা সাহায্যের প্রয়োজন হয় আমাদের জানালে আমরা যথা সম্ভব সহায়তা করবো।'

কোন মন্তব্য নেই