বিমান ভূপাতিতের পাল্টাপাল্টি দাবি সিরিয়া-তুরস্কের
যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের ইদলিবে গুলি চালিয়ে বিমান ভূপাতিতের পাল্টাপাল্টি দাবি করেছে সিরিয়ার সরকার এবং তুরস্ক। তবে রোববার সিরিয়ার গণমাধ্যম দেশটির সরকারি বিমান গুলিতে ভূপাতিত হওয়ার খবর অস্বীকার করে বলেছে, সেনাবাহিনীর সদস্যরা তুরস্কের একটি সামরিক বিমান ভূপাতিত করেছে।
এদিকে, তুরস্কের সরকারি সংবাদ সংস্থা আনাদোলু বলছে, সিরিয়ার সরকারি একটি বিমান তুর্কি সামরিক বাহিনীর গুলিতে ভূপাতিত হয়েছে। ৯ বছরের সিরীয় যুদ্ধে রাশিয়া সমর্থিত দেশটির বিদ্রোহীগোষ্ঠীগুলোর সর্বশেষ নিয়ন্ত্রিত ভূখণ্ড ইদলিবে এই বিমান ভূপাতিত হয়েছে।
একজন প্রত্যক্ষদর্শী ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, তুরস্ক সমর্থিত বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা ইদলিবের একাংশে ভূমি থেকে আকাশে ছোড়া ক্ষেপণাস্ত্র ভুলেই তুর্কি সামরিক পর্যবেক্ষণ বিমানে আঘাত করেছে। এতে তুরস্কের ওই বিমানটি ভূপাতিত হয়েছে। তবে রয়টার্স এই প্রত্যক্ষদর্শীর বক্তব্যের সত্যতা যাচাই করতে পারেনি।
গত সপ্তাহে ইদলিবে সিরিয়ার সেনাবাহিনীর হামলায় তুরস্কের ৩৪ সেনাসদস্যের প্রাণহানি ঘটে। এ ঘটনার পর থেকে ইদলিবে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। সিরিয়ার সরকারি গণমাধ্যম বলছে, রোববার তুরস্কের বিমানটি ইদলিবের সারাকেব শহরের কাছে ভেঙে পড়েছে।
সিরিয়ান আরব নিউজ অ্যাজেন্সি (সানা) বলছে, সিরিয়ার সেনাবাহিনী এক বিবৃতিতে উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। বিশেষ করে ইদলিবের আকাশে যুদ্ধবিমান এবং বিমান চলাচল করতে পারবে না বলে বিবৃতিতে জানানো হয়েছে।
এদিকে, শনিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, সিরিয়া যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে তুরস্ক একাই সিরীয় সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করবে বলে ঘোষণা দিয়েছেন তিনি।
সম্প্রতি ইদলিব ও এর আশপাশের এলাকায় সিরীয় সামরিক বাহিনী ও দেশটির সরকার সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীগুলোর অবস্থানে ড্রোন হামলা বৃদ্ধি করেছে তুর্কি সেনাবাহিনী। সানার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইদলিবের আকাশসীমা লঙ্ঘন করলে যেকোনও পক্ষের বিমান অথবা ড্রোন ভূপাতিত করা হবে বলে সতর্ক করে দিয়েছে সিরিয়া সেনাবাহিনী।

কোন মন্তব্য নেই