সুয়ারেসের সঙ্গে চুক্তি বাতিল করেছে বার্সা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সুয়ারেসের সঙ্গে চুক্তি বাতিল করেছে বার্সা




 চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে বিধ্বস্ত হওয়ায় বরখাস্ত হন বার্সেলোনা কোচ কিকে সেতিয়েন।

তার পরিবর্তে প্রধান কোচ হয়ে আসেন রোনাল্ড কোম্যান। আর ডাচ এই তারকা এসেই জানিয়ে দেন, তার পরিকল্পনায় নেই লুইস সুয়ারেস। বাস্তবেও তাই ঘটলো।


সুয়ারেসের সঙ্গে চুক্তি বাতিল করেছে বার্সা কর্তৃপক্ষ। আর এমনটি মেনে এই গ্রীষ্মেই কাতালান জায়ান্ট ছাড়তে রাজি হয়েছেন উরুগুয়ের এই স্ট্রাইকার।


এরফলে মূল চুক্তির এক বছর আগেই ক্লাব ছাড়তে হচ্ছে সুয়ারেসকে। জানা যায়, তিনি তার বকেয়া বেতনও ছেড়ে দিচ্ছেন।

উল্লেখ্য, ২০১৪ সালের বিশ্বকাপের পরই ইংলিশ প্রিমিয়ার লিগের দল লিভারপুল থেকে বার্সায় পাড়ি দেন সুয়ারেস। দলটির হয়ে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ২৮৩ ম্যাচে ১৯৮টি গোল করেছেন তিনি। লা লিগা, চ্যাম্পিয়নস লিগ, কোপা দেল রে, ফিফা ক্লাব বিশ্বকাপসহ অসংখ শিরোপা জিতেছেন তিনি।



কোন মন্তব্য নেই