জাপানের প্রধানমন্ত্রীর সাথে বাইডেনের বৈঠক - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

জাপানের প্রধানমন্ত্রীর সাথে বাইডেনের বৈঠক


মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবার পর প্রথমবারের মতো জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার সাথে বৈঠক করলেন জো বাইডেন। শুক্রবার হোয়াইট হাউজে দুই নেতার মধ্যে এই বৈঠক অনুষ্ঠত হয় বলে মার্কিন সংবাদমাধ্যমে জানানো হয়।


খবরে জানানো হয়, বৈঠকে চীন ও উত্তর কোরিয়ার চ্যালেঞ্জ মোকাবেলায় দুই নেতার মধ্যে আলোচনা হয়। চ্যালেঞ্জ প্রতিহত করতে দুই নেতা একত্রে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।


প্রেসিডেন্ট বাইডেন তাদের আলোচনাকে অত্যন্ত ফলপ্রসূ বলে উল্লেখ করেছেন। উভয় নেতা যুক্তরাষ্ট্র-জাপান মৈত্রীর প্রতি তাদের অনমনীয় সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, দুই দেশ একসাথে চীন ও উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলায় কাজ করে যাবে।


যুক্তরাষ্ট্র ও জাপানের নেতারা বিশ্বজনীন ভ্যাকসিন উদ্যোগ, পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক, কৃত্রিম গোয়েন্দাবৃত্তি ও 'কোয়ান্টাম কম্পিউটিং'সহ নতুন প্রযুক্তি উন্নয়নে একত্রে কাজ করতে সম্মত হয়েছেন।


এছাড়া দুই দেশ করোনা সঙ্কট চলাকালেও ‘জাপান গ্রীষ্মকালীন অলিম্পিকের’ খেলা এগিয়ে নিতে প্রতিশ্রুতি ব্যক্ত করে।

কোন মন্তব্য নেই