মূল্য সংবেদনশীল তথ্য নেই এমারেল্ড অয়েলের - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মূল্য সংবেদনশীল তথ্য নেই এমারেল্ড অয়েলের


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েল লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায় ডিএসইকে।


ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র জানায়, সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই গত ১৫ এপ্রিল নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।


বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ২১ মার্চ কোম্পানিটির শেয়ার দর ছিল ১০ টাকা ৮০ পয়সা। ১৫ এপ্রিল কোম্পানিটির শেয়ার দর ১৮ টাকা ৩০ পয়সায় উন্নীত হয়।


কোম্পানিটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

কোন মন্তব্য নেই