শেয়ারহোল্ডারদের মাঝে সাড়ে ৭ লাখ টাকা বিতরণ করবে লিবরা ইনফিউশন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

শেয়ারহোল্ডারদের মাঝে সাড়ে ৭ লাখ টাকা বিতরণ করবে লিবরা ইনফিউশন














 


শেয়ারবাজারে তালিকাভুক্ত লিবরা ইনফিউশনের পরিচালনা পর্ষদ ২০১৯-২০২০ সমাপ্ত অর্থবছরে ব্যবসায় অর্জিত মুনাফা থেকে শেয়ারহোল্ডারদের সাড়ে ৭ লাখ টাকার নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।


গত ১২ এপ্রিল কোম্পানিটির পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে। যা আগামি ২৪ মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে প্রদান করা হতে পারে।


লিবরা ইনফিউশনের ২০১৯-২০২০ সমাপ্ত অর্থবছরে শেয়ারপ্রতি ১.০৫ টাকা মুনাফা হয়েছে। সে হিসেবে মোট মুনাফা হয়েছে ১৫ লাখ ৭৭ হাজার ১৬ টাকা। এরমধ্য থেকে ৫ শতাংশ বা শেয়ারপ্রতি ০.৫০ টাকা হিসাবে শেয়ারহোল্ডারদের মাঝে ৭ লাখ ৫০ হাজার ৯৬০ টাকা বিতরন করা হবে।


বাকি ৮ লাখ ২৬ হাজার ৫৬ টাকা কোম্পানির রিজার্ভ ফান্ডে রেখে দেয়া হবে।


১ কোটি ৫০ লাখ টাকার পরিশোধিত মূলধনের লিবরা ইনফিউশনের ১৯৭ কোটি ৯৪ লাখ টাকার রিজার্ভ রয়েছে।














কোন মন্তব্য নেই