সায়হাম কটনের এনটিটি সার্ভিল্যান্স রেটিং ‘এ-টু’ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সায়হাম কটনের এনটিটি সার্ভিল্যান্স রেটিং ‘এ-টু’


সায়হাম কটন মিলস লিমিটেডের এনটিটি সাভিল্যান্স রেটিং ‘এ-টু’। ৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, চলতি হিসাব বছরের ৩১ মার্চ পর্যন্ত ব্যাংকের কাছে প্রতিষ্ঠানটির দায়সহ প্রাসঙ্গিক অন্যান্য হালনাগাদ তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)।  ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) সায়হাম কটন মিলসের শেয়ারপ্রতি আয় হয়েছে (ইপিএস) ৩৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৫ পয়সা। দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ইপিএস হয়েছে ২২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৯ পয়সা। ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৬ টাকা ২৭ পয়সা।


৩০ জুন সমাপ্ত ২০২০ বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি সায়হাম কটন মিলস। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬৪ পয়সা, যেখানে আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ১৪ পয়সা। ৩০ জুন কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৩৫ টাকা ৯৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৭ টাকা ৫০ পয়সা।


২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় সায়হাম কটন মিলস। তার আগে ২০১৭ হিসাব বছরের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।


ডিএসইতে বৃহস্পতিবার সায়হাম কটন শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ১৩ টাকা ৭০ পয়সা।

কোন মন্তব্য নেই