ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে কলমাকান্দায় মানববন্ধন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে কলমাকান্দায় মানববন্ধন


ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে নেত্রকোনার কলমাকান্দায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ বুধবার বিকেলে উপজেলার পশ্চিমবাজার এলাকায় মুসলিম তৌহিদী জনতার ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।




মানববন্ধনে বক্তারা নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নৃশংস আক্রমণ ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এ হামলা বন্ধের দাবি জানান।


এ সময় মানববন্ধনে বক্তব্য দেন বারহাট্টা মনাস কেবি ফাজিল মাদ্রাসার প্রভাষক মোস্তফা কামাল, কলমাকান্দা ফাজিল মাদ্রাসার প্রভাষক মো. আলী উসমান যুক্তিবাদী, ঈমান আব্দুল্লাহ হক ও সাংবাদিক জহিরুল ইসলাম মামুন।



সাংবাদিক জহিরুল ইসলাম মামুনের সঞ্চালনায় মানববন্ধন শেষে বিশ্বশান্তি ও মুসলিমদের কল্যাণ কামনায় দোয়া মোনাজাত করা হয়।

কোন মন্তব্য নেই