সান্তাহারে গার্মেন্টস কারখানায় আগুন
এতে দুই ব্যবসায়ীর ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেছেন। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আদমদীঘি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, উপজেলার সান্তাহার মাইক্রোস্ট্যান্ড এলাকায় ব্যবসায়ী খায়রুল ইসলাম ও রাহাত হোসেন বাবুর গার্মেন্টেস কারখানা ও গোডাউনে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে মঙ্গলবার রাতে আদমদীঘি ও নওগাঁ ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় প্রায় এক ঘণ্টা পর আগুন নিভিয়ে ফেলে। এঘটনায় ওই দুই ব্যবসায়ীর ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেছেন।
গার্মেন্টেস ব্যবসায়ী খায়রুল ইসলাম জানান, কারখানায় কাপড়, সুতা, মেশিনসহ বিভিন্ন জীনিসপত্র ছিলো। আগুন লেগে সবকিছুই পুড়ে গেছে। এতে তিনি অনেক বড় একটি ক্ষতির সম্মুখিন হয়েছেন বলেও জানান।
কোন মন্তব্য নেই