ইসরায়েলি হামলার প্রতিবাদে হাজারো পর্তুগিজের বিক্ষোভ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইসরায়েলি হামলার প্রতিবাদে হাজারো পর্তুগিজের বিক্ষোভ


ফিলিস্তিনের গাজায় নির্বিচারে বিমান ও রকেট হামলা এবং নিরীহ ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে পর্তুগালে বিক্ষোভ করেছে হাজারো পর্তুগিজ। এতে প্রবাসী বাংলাদেশিরাও অংশ নেয়।


পর্তুগালের স্থানীয় সংগঠন জেনারেল কনফেডারেশন অফ পর্তুগিজ ওয়ার্কার এবং পর্তুগিজ কাউন্সিল ফর পিচ অ্যান্ড কো-অপারেশনের আহ্বানে ফিলিস্তিনের পক্ষে এক গণবিক্ষোভ ও সমাবেশের আয়োজন করা হয়।


পর্তুগালের রাজধানী লিসবনের মার্টিম মনিজ পার্কে গতকাল সোমবার (১৮ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে এ গণবিক্ষোভ সমাবেশে দেশ-জাতি-ধর্ম নির্বিশেষে হাজারও মানুষ মানবতার প্রশ্নে একত্রিত হন। শান্তিপূর্ণ বিক্ষোভে ইসরায়েলি আগ্রাসন বন্ধ ও আন্তর্জাতিক আদালতে তাদের আইনের আওতায় আনার দাবি জানান আন্দোলনকারীরা।


এ সময় আন্দোলনকারীরা ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে তাদের প্রতি সমর্থন জানান এবং ইসরায়েলের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে বিভিন্ন ধরনের প্লেকার্ড প্রদর্শন করেন।

কোন মন্তব্য নেই