শেয়ার কারসাজি : বিচ হ্যাচারির ৪ জনকে জরিমানা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

শেয়ার কারসাজি : বিচ হ্যাচারির ৪ জনকে জরিমানা


শেয়ার কারসাজির অভিযোগে বিচ হ্যাচারির দুই পরিচালকসহ মোট চারজনকে জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তারা ভুয়া মূল্য সংবেদনশীল তথ্য প্রচারের মাধ্যমে শেয়ার দর বাড়িয়ে কারসাজি করেছেন বলে জানা যায়।


তথ্য মতে, কোম্পানিটির শেয়ার কারসাজির কারণে কোম্পানিটির পরিচালক ফাহমিদা ইসলামকে ২ লাখ টাকা, করপোরেট পরিচালক মেঘনা শ্রিম্প কালচার লিমিটেডকে ৫ লাখ টাকা, কারসাজির সঙ্গে জড়িত বিও হিসাব ধারণকারী এসএম মফিদুল হককে ৫০ লাখ টাকা এবং মোহাম্মদ সাইফ উল্লাহকে ১০ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি।


জরিমানাকৃত মোহাম্মদ সাইফ উল্লাহ বাজারে বীমা খাতের কোম্পানির শেয়ার কারসাজির সঙ্গেও জড়িত আছে বলে জানা যায়।


এদিকে আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাববছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) বিচ হ্যাচারি লিমিটেডের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১০ পয়সা। যা আগের বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ২৪ পয়সা। এ হিসাবে প্রথমার্ধে বিচ হ্যাচারির শেয়ারপ্রতি লোকসান কমেছে ৫৮ দশমিক ৩৩ শতাংশ।


এছাড়া দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১০ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৪ পয়সা। ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০ টাকা ১১ পয়সা।


হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৮ পয়সা। ৩০ সেপ্টেম্বর এনএভিপিএস দাঁড়ায় ৯ টাকা ৭২ পয়সা।


২০২০ সালের ৩০ জুন হিসাব বছরের জন্য কোনো লভ্যাংশের সুপারিশ করেনি বিচ হ্যাচারির পরিচালনা পর্ষদ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩৬ পয়সা। ২০১৯ সালের ৩০ জুন হিসাব বছরের জন্যও কোনো লভ্যাংশের সুপারিশ করেনি বিচ হ্যাচারির পর্ষদ।

কোন মন্তব্য নেই